1. selimsavar@gmail.com : khobar desk :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপির ভূমিকা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটে বিএনপি’র ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা  সাভারে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক ২ মহারানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মবার্ষিকী উদযাপন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের টাকার বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেয়ার অভিযোগ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নামে হয়রানিসহ অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ সাভারে ব্যবসায়ীর জমিতে হামলা ভাঙচুর, আহত ২ সাভারে বিএনপি কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ স্থানীয় আ.লীগ নেতা নজরুলের বিরুদ্ধে সাভারে অনুমোদনহীন ফিশ ও পোল্ট্রি ফিড কারখানা ‘ফ্রেসটেক’ সিলগালা, লাখ টাকা জরিমান

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটে বিএনপি’র ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ভিক্টোরিয়া স্টেটে ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাভারের কৃতি সন্তান সদস্য সচিব হিসেবে আশিক মালিক বিপুল। ও যুগ্ন আহবায়ক মোহাম্মদ ওমর শরিফ শিহান দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাশেদুল হক এর পরামর্শ ক্রমে অস্ট্রেলিয়া বিএনপি’র সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর স্বাক্ষরিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আরিফ খান এবং সদস্য সচিব হয়েছেন আশিক মালিক বিপুল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আহ্বায়ক কমিটি ভিক্টোরিয়া রাজ্যে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিএনপির আদর্শ ও কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন প্রকৌশলী ড. মোঃ কবির হোসেন পাটোয়ারী,  ড. এ. কে. এম. জাহাঙ্গীর,  খন্দকার হক (মিলন), আব্দুল জলিল, ডা. জিয়া আহমেদ, বদিউর রাহমান, এবং মোহাম্মদ আনিসুর রহমান।
এছাড়া ৭ জন যুগ্ম-আহ্বায়ক এবং বাকিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওমর শরিফ শিহান, মুহাম্মদ শরিফ মাহমুদ, তালাল খান পল, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আল আমিন মাছুম এবং দেওয়ান মামুন।
সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, ড. মোঃ শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ বদিউজ্জামান শিপন, মোহাম্মদ রাশিদুল আমিন (মনির), সামিউল মাশুক এন্টনি, রহমত উল ইসলাম, আব্দুল রব, মোহাম্মদ সাঈদুর রহমান ইমরান, মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন, কৃষিবিদ মোঃ ড. তৌহিদুল ইসলাম, ড. মোঃ আব্দুল্লাহ আল মাশরাফি,ডা. আব্দুল্লাহ আল ফারুক, ম্যাথিউ ডি রোজারিও, মোবাশ্বের জোয়ারদার সুমন,মোহাম্মদ মোশারফ হোসেন দিপু, ইমরান হোসেন এলান, সোহাগ সরকার নিলয়, খাইরুল সাদমান আঁকন, সারফেন আহমেদ সাকিব, তাহসিমুল হক, কামাল হোসেন, সফিউদ্দিন সরকার সিমন, আশিক উল্লাহ প্রতিক, মোহাম্মদ  খালেদুজ্জামান ফাহিম, সালাহ আহমেদ সাইফুল,মোহাম্মদ শাহাদাত হোসেন, তারিক আহমেদ দিপু, মোহাম্মদ ফরহাদ, মেহেদী হাসান লামিম, মুস্তাফা মার্শেস নিথুন, ফখরুল আলম রিফাত, আবিদ মোল্লা, মোহাম্মদ নাবিল হোসেন, শামীম উদ দ্দৌলা শাওন, শাহাব উদ্দিন, আমের শিবলী,  এবং আব্দুল্লাহ মামুন।
দলীয় সূত্র জানায়, এ আহ্বায়ক কমিটিকে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা আশা করছেন, নতুন আহ্বায়ক কমিটি তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
আহ্বায়ক জনাব মোঃ আরিফ খান ও সদস্য সচিব আশিক মালিক বিপুল দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দলীয় উচ্চপর্যায়ের আস্থা আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁরা অস্ট্রেলিয়াতে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপি’র সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী সহ যারা এই কমিটি প্রণয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি  প্রতীকৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আরও বলেন আমরা অচিরেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করবো, যা ফ্যাসিবাদ পরবর্তী বিএনপি এবং বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১ নং যুগ্ম আহবায়ক ওমর শরীফ শিহান, বলেন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমাদের সংগঠন নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে পারবে। ১ নম্বর সদস্য, ড. মোঃ শাহাবুদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও ঐক্যবদ্ধ নেতৃত্ব নিশ্চিত করা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম দেশ এবং বিদেশে আরও গতিশীল হবে। উপদেষ্টাবৃন্দ, অন্যান্য সদস্য এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও নতুন কমিটি নিয়ে বেশ আশাবাদী। অনেকের মতে, এই কমিটি কার্যকরভাবে কাজ করলে সংগঠনটি পুনর্গঠনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবে। – খবর বিজ্ঞপ্তি’র

See also  আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :