নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে আশুলিয়ায় ইফতার শেষে সড়কে দাঁড়িয়ে মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আলফাজ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির কিছু টাকা জব্দ করেছে।
গ্রেপ্তার আলফাজ হোসেন (২৭) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ধানকোড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। সে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের ব্যাবসা চালাতো।
রবিবার দুপুরে গ্রেফতার আলফাজকে ঢাকার আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। এর আগে শনিবার ইফতারের পর গাঁজা বিক্রির সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পিছনে আঞ্চলিক সড়ক থেকে তাকে গ্রেপ্তাার করে পুলিশ।
আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আলফাজ ইফতারের পর থেকে গাঁজা বিক্রি শুরু করেন। প্রতিদিন এক কেজির বেশি গাঁজা বিভিন্ন আকারের পুটলি বানিয়ে স্থানীয় মাদকসেবিদের কাছে বিক্রি করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে গিয়ে গাঁজা বিক্রির সময় হাতেনাতে ধরতে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে শেষ রক্ষা হয়নি।
তিনি বলেন, আলফাজের হেফাজত থেকে এক কেজি ১০০গ্রাম গাঁজার পুটলি ও গাঁজা বিক্রির ১০হাজার ৫৮০টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।