স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় সাভারেও ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করছে ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। ‘ডাবল মিলিয়ন’ অফারের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
ওয়ালটন প্লাজার ডিভিশন -৩, সাভার এরিয়ার পক্ষ থেকে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়ানোর মাধ্য দিয়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’-এর উদ্বোধন করা হয়।
এছাড়া জনকল্যাণমুখী বিভিন্ন আয়োজন মশা নিধন ও মশার বংশবৃদ্ধির কারন নিয়ে জনসচেতনতা, বৃক্ষ রোপণ, দুস্ত ও ছিন্ন মুল মানুষের মধ্যে খাবার বিতরণ , টি শার্ট বিতরণ ও কম্বল বিতরনের মাধ্যমে জনগণের মধ্যে অফার নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশন-৩ এর সিডিও, মো: আল আমিন সরকার, ডিসিএম হাসান তারিক, সিনিয়র সহকারী পরিচালক অতনু রায়, আরসিএম ইসতিয়াক আহাম্মেদ ও সাভার এরিয়ার ম্যানেজারগণ।