অনলাইন ডেস্ক : গেল জুন মাসেই প্রেমিক জহির ইকবালের সঙ্গে চার হাত এক হয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার।
বিয়ের ক’দিন পরই ছুটে যান মুম্বইয়ের একটি হাসপাতালে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মা হতে চলেছেন সোনাক্ষী। তাই তো হাসপাতালে ছুটে গেছেন। এরপর কেটে যায় ছয়মাস।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থ’র সঙ্গে। সেখানে সোনাক্ষীকে দেখে আবারো গুঞ্জন উঠে তার মা হওয়া নিয়ে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
জানালেন, তিনি আসলে অন্তঃসত্ত্বা নন, মোটা হয়ে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এ নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন। বহু আমন্ত্রণ এসেছে। কিছুদিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন।
আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারবো না?