অনলাইন ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশ ক্লাবে আগুনে ১৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে।
মঙ্গলবার শহরের মেয়র একরেম ইমামোগলু এ তথ্য জানিয়েছেন।
একরেম ইমামোগলু জানান, দিনের বেলা মেরামতের কাজ চলাকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আহত আটজনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহরের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।