অনলাইন ডেস্ক :
কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট শিসেকেদি দেশটির সাবেক প্রতিমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রী জুডিথ সোমিনুওয়া তুলুকাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবন থেকে এ ঘোষণা করেন। জুডিথ সোমিনুওয়া তুলুকা দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন।
নিয়োগের পর সংবাদমাধ্যমকে তুলুকা বলেন, “তিনি কাজের অসুবিধা ও গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন। তবে প্রেসিডেন্ট শিসেকেদির সমর্থনে সে লক্ষ্য অর্জিত হবে।”
তুলুকা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ২০২৩ সালের মার্চ মাসে তুলুকা কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।