
প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। মানসিক স্বাস্থ্য শুধুমাত্র স্বাস্থ্যের একটি অংশ নয়, এটি মানুষের মর্যাদা ও কর্মক্ষমতার ভিত্তি। মনকে বোঝা, অনুভব করা এবং সুস্থ রাখার অর্থ জীবনের সকল দিক সুরক্ষিত রাখা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্যোগ বা সংকটের সময় মানসিক সহায়তা জীবন রক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি (একশ কোটি) মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ (২০২২) অনুসারে, প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১৮.৭% মানুষ মানসিক রোগে আক্রান্ত, এবং শিশু-কিশোরদের মধ্যে ১২.৬% মানসিক বা বিকাশজনিত সমস্যায় ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদনেও উঠে এসেছে, বিশ্বের প্রায় ২৪ কোটি শিশু ও কিশোর-কিশোরী মানসিক বা বিকাশজনিত জটিলতায় আক্রান্ত, যাদের অনেকেরই যোগাযোগে জটিলতা রয়েছে।
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই কথা বলতে অসুবিধা, নিজের অনুভূতি প্রকাশে ঝুঁকি, বা সামাজিক মেলামেশায় বাধায় ভুগেন। এখানে স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু কথা বলার সমস্যা নয়, বরং ভাব প্রকাশ, সম্পর্ক গঠন, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করেন।
আমেরিকান স্পিচ-ল্যাঙ্গুয়েজ-হিয়ারিং অ্যাসোসিয়েশন (এএসএইচএ) অনুযায়ী, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসক ভাষাগত সমস্যা নিরাময়ে রোগী ও তাদের পরিবারকে আবেগগত সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেন। মানসিক স্বাস্থ্যসেবায় যোগাযোগ দক্ষতা বৃদ্ধি রোগীর উন্নতির পথে একটি বড় পদক্ষেপ।
বাংলাদেশে যদিও মানসিক স্বাস্থ্যসেবায় মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ চিকিৎসকদের অংশগ্রহণ সীমিত, হাসপাতাল ও কমিউনিটি পর্যায়ে তাদের সম্পৃক্ততা বাড়ালে বিষণ্ণতা, উদ্বেগ, অটিজম, ডিমেনশিয়া ইত্যাদি সমস্যার চিকিৎসায় প্রভূত উন্নতি হবে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কথা বলা, শোনা এবং বোঝার মাধ্যমেই মানুষের মনের নিরাময় সম্ভব। তাই বাংলাদেশে স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসকদের এই গুরুত্বপূর্ণ সেবায় সম্পৃক্ত করার এখনই সময়।
লেখক: শাহরিয়ার হোসেন রিশাদ
চতুর্থ বর্ষ, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিভাগ
বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, সিআরপি, সাভার, ঢাকা।
Leave a Reply