স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামীলীগের ৮জন নেতাকর্মী।
সোমবার দুপুর একটার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, তাঁর মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম ওরেফে সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং ঢাকার দোহারের সালাউদ্দিন। তারা সবাই ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) সাবেক সাংসদ পলাতক সাইফুল ইসলামের অনুসারী।
তাঁদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও সবাই সাভারের আশপাশের এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে সাভারের সাবেক সংসদ সদসস্য পলাতক সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় তারা পরিদর্শন ছাউনীর পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে ডিএমপি (ডিবি) পুলিশ সামনে দিকে এগিয়ে আসলে তারা ফুলের তোড়া থেকে আওয়ামীলীগ লেখা ছিড়ে ফেলার চেষ্টা করে। পরে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় ৮ জন নেতাকর্মীকে আটক করেন। তখন কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে আসলে ৮ জনকে আটক করা হয়েছে। তারামূলত নাশকতা করার জন্যই আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় স্মৃতিসৌধে সিভিল পোশাকে দায়িত্বরত আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, উপরের নির্দেশে সকাল থেকেই পুলিশের একাধিক টিম সিভিল পোশাকে বিভিন্ন পয়েন্টে দায়িত্বপালন করছে। আওয়ামীলীগ নেতা কর্মীরা আসলেই তাদের আটকের নির্দেশ রয়েছে। দুপুরে ৮জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।