নিজস্ব প্রতিবেদক, সাভার :
সাভারে অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের। অবৈধ ভবন মালিকের হামলায় আহত হয়েছেন সাভার মডেল থানার উপ পরিদর্শক আল মামুন কবির। এ সময় রাজউক অবৈধ ভবনে উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি জরিমানা করেছে দেড় লাখ টাকা।
দুপুরে সাভার থানা রোডে মাহবুবুর রহমানের অবৈধ ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের( রাজউক) ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। এ সময় ম্যাজিষ্ট্রেটের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে অবৈধ ভবন মালিককে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হলে ধস্তাধস্তিতে আহত হন পুলিশ কর্মকর্তা সাভার মডেল থানার উপ পরিদর্শক আল মামুন কবির।এ সময় তিনি সাংবাদিকদের হুমকি দেন।
অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ আবিল আয়াম জানান,মাহবুবুর রহমান স্থানীয় আব্দুর রহমানের ছেলে। তিনি রাজউকের কোন অনুমোদন ছাড়াই ভবন নির্মান করছিলেন।
তার ভবনটিতে এসকেভটর দিয়ে ক্যানডিলিভারের আংশিক উচ্ছেদ ছাড়া জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। এ ছাড়াও অপর একটি ভবনকে জরিমানা করা হয় এক লাখ টাকা।