অনলাইন ডেস্ক : আগামী দুই দিন তাপপ্রবাহ থেকে স্বস্তি মিললেও তা খুব বেশি স্থায়ী হবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামীকাল রোববার ও সোমবার তাপমাত্রা একটু কমতে পারে। তবে ৯ এপ্রিল থেকে ফের বাড়বে। ঢাকায় ৭ থেকে ৮ তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু কোন কোন জায়গায় হবে তা এখন বলা সম্ভব না।
বাংলাদেশে আগামী ১১ এপ্রিল রোজার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময়ও গরমের দাপট থাকতে পারে জানিয়ে কবির বলেন, এখন পর্যন্ত আমরা যা ধারণা করছি, তাতে বলা যায়, ঈদের সময় এখন যেমন আছে তাপমাত্রা তেমনই থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।