অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের হাব জেলায় ট্রাক উল্টে কমপক্ষে ১৭ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছে। স্থানীয় উদ্ধারকারী পরিষেবা আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
উদ্ধার সংস্থার স্থানীয় প্রতিনিধি সিনহুয়াকে জানিয়েছেন, বেলুচিস্তানের খুজদার জেলায় পাকিস্তানের বিখ্যাত শাহ নূরানি মাজারের অবস্থান বেলুচিস্তানের খুজদার জেলায়। ট্রাকটি যাত্রীসহ দেশটির দক্ষিপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের থাট্টা জেলা থেকে শাহ নূরানি মাজারের দিকে যাচ্ছিল।
যাত্রাপথে বুধবার রাতে বেলুচিস্তানের হাব জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে বলে তিনি জানান। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছে বলে জানিয়েছে। উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য দক্ষিণের বন্দর শহর করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।
বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ বিভাগীয় কর্মকর্তা (এসডিপিও) সাকরো ওয়াজিদ আলী জিও নিউজকে বলেছেন, দুর্ঘটনার পর যাত্রীদের হাব জেলার জাম গুলাম কাদির হাসপাতালে পাঠানো হয়েছে।
সাকরো ওয়াজিদ আলী বলেন, ‘ট্রাকটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন। বাকিদের আঘাত সামান্য। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।’ সূত্র : সিনহুয়া
Leave a Reply