অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ঈদের দিনে, স্থানীয় সময় দুপুর পৌনে দুইটায় দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকার উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
মালয় গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, ঘটনাস্থলেই মারা যান তিনজন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের নাম আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও সোহেল মিয়া।
গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ সোহেল (২৪) নামে অপর একজন বাংলাদেশি। সোহেল পেট, মাথায় ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বাকি ৪ যাত্রী ও লরিচালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।
কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ বলেন, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি গাড়িটির পেছনে ধাক্কা দিলে আরও বড় দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, দুর্ঘটনার শিকার হওয়া ৭ বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন। দেশটির সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কাম্পার পুলিশপ্রধান।
pakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয় – এটি একটি পরিবার। এমন একটি স্থান যেখানে সারা বিশ্বের বাংলাদেশীরা একত্রিত হয়ে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি শেয়ার করে, একে অপরকে সমর্থন করে এবং বাংলাদেশের সেরা জিনিসগুলি সারা বিশ্বে নিয়ে আসে।
প্রবাসী ভাই ও বোনেরা আপনার pakhie প্লাটফর্মে বাংলাদেশের সকল ছোট বড় ব্র্যান্ডের তৈরি প্রোডাক্ট দেখতে পারবেন এবং যে যে দেশেই থাকুন না কেন সেই দেশে গ্রুপ জয়েন করে একসাথে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট Pakhie.com-এ একটি GROUP অর্ডার দিয়ে, আপনি সেরা দাম এবং পরিবহন খরচে সাশ্রয় পাবেন। একসাথে, আমরা স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে পারি