স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের আশুলিয়ায় মটরসাইকেল সংযোজনের একটি কারখায় হামলা চালিয়ে ওয়েস্টেজ মালের ব্যবসা দখলে নেয়ার চেষ্টা করে দূবৃত্তরা। শনিবার দুপুরে আশুলিয়ার জিরানী এলাকার বাজাজ কোম্পানীর ট্রান্স এশিয়া কারখানায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে মোবারক হোসেনের ১৫/২০টি মটরসাইকেল যোগে ৩০/৩৫ জন দূবৃত্তরা আতংক সৃষ্টি করে কারখানায় হামলা করে। তখন কারখানার কর্মকর্তা কর্মচারী এমনকি পথচারীরা আতংকিত হয়ে পরে। পরে তারা কারখানার ওয়েস্টেজ মালামাল (কার্টুন ও পলিথিন) ব্যবসা দখলে নেয়ার চেষ্টা করে। ওয়েস্টেজ মালামালের ব্যবসা অন্য কাউকে দিলে ক্ষতি করার হুমকি দিয়েছে কারখানার কর্মকর্তাদের। এঘটনার পর আতংকিত হয়ে পরেছে কারখানা কর্তৃপক্ষ।
তবে আতংকিত কারখানা কর্তৃপক্ষের সাথে এষিয়ে জানতে যোগাযোগের চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানা আগুনে পুড়িয়ে দেওয়ায় কোন পুলিশ সদস্য না থাকায় পুলিশের বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি।