মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৬:৩৫ পূর্বাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট: সাভারে আওয়ামীলীগ নেতাকর্মীসহ ১৩জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট: সাভারে আওয়ামীলীগ নেতাকর্মীসহ ১৩জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ‘অপারেশন ডেভিল হান্টে’ বিভিন্ন মামলায় সাভার থানা পুলিশ আওয়ামীলীগ ও তাদের অংগসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। এরআগে গত ২৪ঘন্টায় সাভার থানা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোঃ দেলোয়ার হোসেন (৫৭), শাহাদাত হোসেন (৩৪), সাভার পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি আসমা খানম শিল্পি (৩৭), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের পিএস আবু বকর সিদ্দিকি (৪৮), মোঃ আনোয়ার হোসেন মাঝি (৪৪), কৃষকলীগ নেতা মোঃ সেলিম ভূঁইয়া (৫০) মোঃ নাছির হোসেন (২৪), আমিনবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আলী (৬৫) কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক (৪৩) মোঃ রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন (২২) কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩৪) ও আখতারুজ্জামান কুটি মোল্লা।
এদের মধ্যে কুটি মোল্লা সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছোট মামা আখতারুজ্জামান কুটি মোল্লা। তাকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তবে কুটি মোল্লা থানা হাজতে রয়েছে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *