মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৬:১৩ পূর্বাহ্ণ

ডেভিল হান্ট: আশুলিয়ায় গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

ডেভিল হান্ট: আশুলিয়ায় গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : ‘অপারেশন ডেভিল হান্টে’ বিভিন্ন মামলা ও অস্ত্র উদ্ধার অভিযানে আশুলিয়া থানা পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে একটি বিদেশি পিস্তল।
বুধবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার সোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। তারা সকলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে রানা মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *