

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের আশুলিয়ায় শবে বরাতের রাতে খাবার রান্না করতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে একই পরিবারের শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ জন শিশু রয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর ভাড়া দেওয়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হচ্ছ- জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪২), মোছা. সূর্য বানু (৫৫), সোহেল মিয়া (৩৭), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন আক্তার (২৫), আমিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। তাদেরকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই তলা বাড়ির দ্বিতীয় তলায় শবে বরাতের রাতে খাবার রান্নার সময় আগুন জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায় । এসময় ওই পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।
নারী ও শিশু হাসপাতালের (ব্যবস্থাপক) হারুন অর রশিদ বলেন, আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী রাত সাড়ে ১০ টার দিকে নিয়ে আসেন এলাকাবাসী। প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাসায় আগুন লাগে।