মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৫:২৮ পূর্বাহ্ণ

সাভারে ফুটপাত হকার উচ্ছেদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

সাভারে ফুটপাত হকার উচ্ছেদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভার বাসস্ট্যান্ডের ফুটপাত ও ওভারব্রিজের উপরে ভাসমান দোকানদারদের কাছ থেকে রমযান মাসে উচ্ছেদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ওই টাকা পুলিশকে ম্যানেজ করার জন্য নেওয়া হচ্ছে, যাতে উচ্ছেদ অভিযান ঠেকানো যায়। হকারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেউ যদি এ বিষয়ে মুখ খোলে, তবে তার দোকানও উচ্ছেদ করে দেওয়া হবে।
ফুটপাতের হকারদের অভিযোগ, এই চাঁদাবাজির প্রধান ইয়ার আলী। এছাড়াও আরও রয়েছে সুজা, ইয়াসিন, কালাম ওরফে মোটা কালাম, সাইদুল, মামুন, ফকির চান, টিপু, তাইজুল, রশিদসহ আরও কয়েকজন। জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড ও ওভারব্রিজ এলাকায় প্রায় ১ হাজার ২’শটি দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে ১ হাজার টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এতে মোট চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ টাকা!
এই চাঁদাবাজ চক্রের প্রধান ইয়ার আলী বর্তমানে রাজনৈতিক নেতাদের পাশে দায়িরে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজেকে ওই নেতার অনুসারী দাবী করেন। তবে চাঁদা আদায়ের সাথে জড়িত অন্যদের সাথে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
ক্ষুদ্র হকারদের থেকে চাঁদা তুলে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে ম্যানেজ করার বিষয়টি প্রকাশ্যে আশায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার জানায়, আমরা অনেক কষ্ট করে আয় করি। এত টাকা দেওয়া আমাদের জন্য কঠিন। কিন্তু না দিলে বিভিন্ন হুমকি দেওয়া হয়, এমনকি ফুটপাতে বসতে দেয় না।
সাভার হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, ফুটপাতের হকারদের কাছ থেকে টাকা তুলে প্রশাসনকে ম্যানেজ করবে এমন একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি। বিষয়টি আমরা খোঁজখবর করছি। টাকা তোলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
টাকা না দিলে রমযান মাসে ফুটপাতে বসতে দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যানেজ করতে হলে টাকা দিতেই হবে। এমনটা বলে হকারদের থেকে টাকা উঠাচ্ছে চক্রটি।
হকাররা বলেন, প্রশাসন এ বিষয়ে জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং, অভিযানের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে চক্রটি।
প্রশাসনকে ম্যানেজের কথা বলে হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলন কারীদেরপ্রধান ইয়ার আলী বলেন, আমি প্রশাসনের কথা বলে কারও কাছ থেকে টাকা নেইনি। কোন হকার এ কথা বলতে পারবে না। এমনকি আপনিও কোন প্রমান করতে পারবেন না।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল মিঞা বলেন, সাভার থানার কার কাছ থেকে টাকা নেয় না। থানা পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করার সুযোগ নেই। ফুটপাতের হকারদের কাছ থেকে যারা চাঁদা তুলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *