মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৭:১৭ পূর্বাহ্ণ

আশুলিয়ায় অবৈধ উচ্ছেদ অভিযানে পুলিশের গাড়ি ভাংচুর

আশুলিয়ায় অবৈধ উচ্ছেদ অভিযানে পুলিশের গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : ঈদকে সামনে রেখে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পুলিশের গাড়ি ভাংচুর করেছে হকাররা।
রবিবার বিকেলে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, ঈদকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, ইপিজেড, ভলিভদ্র বাজার, বাইপাইলসহ কয়েকটি পয়েন্টে ফুটপাত দখল গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান বলিভদ্র বাজারে শুরু করার এক পর্যায়ে পুলিশের কাজে বাঁধা দিলে দুইজনকে আটক করে গাড়িতে উঠায় পুলিশ। পরে বিক্ষুব্দ হকাররা পুলিশের গাড়ি থেকে ওই দুইজনকে টেনে নামিয়ে রাখে এবং পুলিশের একটি গাড়ি (ঢাকা মেট্রো ঠ ১৪-৩৪৩৫) ভাংচুর করে। পরে পুলিশসহ সকল প্রশাসন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনূর কবির জানান, ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের ২২ টি জেলার গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করার জন্য মহাসড়কের পাশের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে শেষের দিকে বলিভদ্র বাজারে এলাকাতে কিছু দুষ্কৃতকারী তাদের দিকে তেরে আসে। তবে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। কে কে এর মধ্যে রয়েছে। কারণ যারা এসমস্ত অবৈধ চাঁদাবাজ রয়েছে বিশেষ করে যারা আইন-শৃঙ্খলা ঠিক মত দাড়াতে দিচ্ছে না, তাদের প্রতি বিশেষ ম্যাসেজ থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না, দ্রুতই তাদের দিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *