স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের মজিদপুর, ইমান্দিপুর, শাহীবাগ, ডগরমোড়া এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজিতে নেমেছে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী নেতা নজরুল ইসলাম ওরফে মুরগি নজরুল।
সম্প্রতি বিএনপি কর্মী পরিচয়ে সাভার থানা পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে এই নজরুল।
নিষিদ্ধ আওয়ামীলীগ সরকারের আমলে সাভার থানা যুবলীগের তৎকালীন আহ্বায়ক সেলিম মন্ডলের অনুসারী ছিল এই নজরুল। সেলিম মন্ডলের খালাতো ভাই পরিচয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মুরগির গাড়িতে চাঁদাবাজি, ছিনতাইয়ে নেতৃত্ব দিতো এই নজরুল।
যুবলীগ নেতা সেলিম মন্ডল স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হলে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান সুজনকে ভাইগ্না পরিচয়ে দাপিয়ে বেড়া তো এই নজরুল।
তবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভোল পাল্টে নিজেকে বিএনপি কর্মী পরিচয়ে জাহির করার চেষ্টা করাকালে বিএনপির প্রকৃত কর্মীদের হাতে জুতাপেটা খেয়েছেন এই নজরুল ইসলাম। এখন বিএনপি নেতাদের সাথে ঘুরে ছবি তুলে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় বিব্রত স্থানীয় বিএনপি নেতারা
Leave a Reply