স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে এক ব্যবসায়ীর জমিতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীরা ব্যবসায়ী ও তার ভাতিজাকে ব্যাপক মারধর করেছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আব্দুস সামাদ।
আহত ব্যবসায়ী আব্দুস সামাদ ও তার ভাতিজা ফয়সাল হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় আহত ব্যবসায়ী আব্দুস সামাদ বাদী হয়ে হামলাকারী মহিদুর রহমান জয়, শহীদুল্লাহ কায়সার, নজরুল ইসলাম ও বাবুসহ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মোঃ আঃ ওয়াহাব বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহত ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় নওয়াব এস্টেট থেকে লিজ নিয়ে জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। শুক্রবার হঠাৎ করে মহিদুর রহমান জয়ের নেতৃত্বে কিছু লোকজন অতর্কিত আমাদের জমিতে হামলা চালায়। হামলাকারীরা টিন দিয়ে ঘেরা আমাদের জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তাদের বাধা দিলে আমাদের উপর আক্রমণ চালায়। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে।
লোকমান হোসেন নামে আরেক ব্যবসায়ী জানান, ৫১ পরিবার মিলে নওয়াব এস্টেট থেকে ৩ দশমিক ৬ একর জমি স্থায়ী লিজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বসবাসের বাড়ি ও ফলজ বাগান করেছি। কিন্তু এই জমির কিছু অংশ আর এস রেকর্ডে বন বিভাগের নামে অন্তর্ভুক্ত হয়। যা রেকর্ড সংশোধনের মামলা চলমান রয়েছে। কিন্তু অতি উৎসাহী বনবিভাগের কিছু লোকজন প্রতিনিয়ত আমাদেরকে উচ্ছেদ করার জন্য জমিতে এসে হামলা, হুমকি-ধমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ প্রসঙ্গে জানতে বন বিভাগের কালিয়াকৈর বিটের কর্মকর্তা (ফরেস্টার) মহিদুর রহমান জয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply