1. selimsavar@gmail.com : khobar desk :
বুধবার, ২৫ জুন ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক ২ মহারানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মবার্ষিকী উদযাপন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের টাকার বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেয়ার অভিযোগ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নামে হয়রানিসহ অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ সাভারে ব্যবসায়ীর জমিতে হামলা ভাঙচুর, আহত ২ সাভারে বিএনপি কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ স্থানীয় আ.লীগ নেতা নজরুলের বিরুদ্ধে সাভারে অনুমোদনহীন ফিশ ও পোল্ট্রি ফিড কারখানা ‘ফ্রেসটেক’ সিলগালা, লাখ টাকা জরিমান খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতা-কর্মীদের নিয়ে সড়কে খোরশেদ আলম টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল ছিনতাই, উল্টো মালিকের বিরুদ্ধে মামলা ভ্রাম্যমান দোকানে সবজি বিক্রি করে চলবে অসহায় সেলিনার সংসার

সাভারে ব্যবসায়ীর জমিতে হামলা ভাঙচুর, আহত ২

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে এক ব্যবসায়ীর জমিতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীরা ব্যবসায়ী ও তার ভাতিজাকে ব্যাপক মারধর করেছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আব্দুস সামাদ।
আহত ব্যবসায়ী আব্দুস সামাদ ও তার ভাতিজা ফয়সাল হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় আহত ব্যবসায়ী আব্দুস সামাদ বাদী হয়ে হামলাকারী মহিদুর রহমান জয়, শহীদুল্লাহ কায়সার, নজরুল ইসলাম ও বাবুসহ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মোঃ আঃ ওয়াহাব বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহত ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় নওয়াব এস্টেট থেকে লিজ নিয়ে জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। শুক্রবার হঠাৎ করে মহিদুর রহমান জয়ের নেতৃত্বে কিছু লোকজন অতর্কিত আমাদের জমিতে হামলা চালায়। হামলাকারীরা টিন দিয়ে ঘেরা আমাদের জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তাদের বাধা দিলে আমাদের উপর আক্রমণ চালায়। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে।

লোকমান হোসেন নামে আরেক ব্যবসায়ী জানান, ৫১ পরিবার মিলে নওয়াব এস্টেট থেকে ৩ দশমিক ৬ একর জমি স্থায়ী লিজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বসবাসের বাড়ি ও ফলজ বাগান করেছি। কিন্তু এই জমির কিছু অংশ আর এস রেকর্ডে বন বিভাগের নামে অন্তর্ভুক্ত হয়। যা রেকর্ড সংশোধনের মামলা চলমান রয়েছে। কিন্তু অতি উৎসাহী বনবিভাগের কিছু লোকজন প্রতিনিয়ত আমাদেরকে উচ্ছেদ করার জন্য জমিতে এসে হামলা, হুমকি-ধমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ প্রসঙ্গে জানতে বন বিভাগের কালিয়াকৈর বিটের কর্মকর্তা (ফরেস্টার) মহিদুর রহমান জয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

See also  মহারানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মবার্ষিকী উদযাপন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :