স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে মহারানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কেক কেটে এ জন্মবার্ষিকী উদযাপন করেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।
এসময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, সহ-সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ও বিএনপির সহ ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জন্মদিন উদযাপন শেষে প্রথমবারের মতো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নব গঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে ক্লাবটির নামকরণ করা হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ক্লাব। ১৯৪৮ সালে ক্লাবটি প্রথম বারের মতো ঢাকা লিগের শিরোপা জয় করে
Leave a Reply