1. selimsavar@gmail.com : khobar desk :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক ২ মহারানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মবার্ষিকী উদযাপন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের টাকার বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেয়ার অভিযোগ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নামে হয়রানিসহ অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ সাভারে ব্যবসায়ীর জমিতে হামলা ভাঙচুর, আহত ২ সাভারে বিএনপি কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ স্থানীয় আ.লীগ নেতা নজরুলের বিরুদ্ধে সাভারে অনুমোদনহীন ফিশ ও পোল্ট্রি ফিড কারখানা ‘ফ্রেসটেক’ সিলগালা, লাখ টাকা জরিমান খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতা-কর্মীদের নিয়ে সড়কে খোরশেদ আলম টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল ছিনতাই, উল্টো মালিকের বিরুদ্ধে মামলা ভ্রাম্যমান দোকানে সবজি বিক্রি করে চলবে অসহায় সেলিনার সংসার

সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে ইসলামী ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তারা নিজেরাই এলাকাবাসীর সহায়তায় দুইজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ উঠেছে, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার চার দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি। তবে পুলিশ বলছে গতরাতে মামলা নথিভুক্ত করা হয়েছে।
সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন মহল্লার বাসিন্দা ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাওলানা মুফতি মো: ওমর ফারুকের বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈদুল আযহার ছুটিতে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা দক্ষিণ রাজার মহল্লার বাসার মেইন গেইটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে পিছনের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে সমস্ত ঘর তছনছ করে। দুটি আলমারীর তালা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা, ডলার নিয়ে পালিয়ে যায়।
ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো: ওমর ফারুক বলেন, চোরেরা নগদ টাকা ডলারসহ ১৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। বাড়ির ছয়টি সিসি ক্যামেরা এবং হার্ডডিস্ক খুলে নিয়ে উঠেছে। গত শনিবার এই ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো মামলা নথিভুক্ত করেনি।
তিনি আরো বলেন, আশপাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে আজ (বুধবার) দুপুরে এলাকার লোকজন বাদশা (২৮) ও শাকিল (২৬)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি আক্ষেপ করে বলেন, থানায় এজাহান লিখাতে গিয়েও আমার কাছে এক হাজার টাকা দাবি করেছে।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এস‌আই) শামসুল আলম বলেন, পুলিশের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা যে অভিযোগ তুলেছে তা মিথ্যে। মঙ্গলবার রাতে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। যে দুইজনকে আটক করা হয়েছে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

See also  ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জেরে দুই পক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :