মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৪:৫৯ পূর্বাহ্ণ

সাভারে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

সাভারে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ঘটেছে। তবে পুলিশ বলছে এটি চুরির ঘটনা।

সোমবার দিবাগত গভীর রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় প্রবাসী এমদাদুল হকের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারে তিন সদস্যকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

তিনতলা বাড়ির দুইতলার গ্রীল কেটে গভীর রাত আনুমান ৩টার দিকে ডাকাতরা এমদাদুল হকের স্ত্রী, কন্যা ও সন্তানকে অস্ত্রের মুখে বেধে একটি কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৮ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণের গহনা লুট করে। প্রায় এক ঘন্টা অবস্থানকালে ডাকাতরা বাড়ির ৪ টি কক্ষ তছনছ করে পালিয়ে যায়।

এমদাদুল হকের স্ত্রী রোমানা আফরোজ বলেন, ৭ থেকে ৮ সদস্যের ডাকাত দল বাড়ির দুইতলার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে তার দুই সন্তানসহ তাকে অস্ত্রের মুখে বেধে মারধর করে।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, এটা চুরির ঘটনা । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *