

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে মরা মুরগী প্রসেসিং করে বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বস্তায় ভর্তি ৭০টি মরা মুরগী পেয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করছে।
শনিবার সকাল ১১ টার দিকে সাভার উপজেলার মুল ফটকের সামনে গেন্ডা স্ট্যান্ডে ‘মেসার্স আমির এন্টারপ্রাইজ’ নামের মুরগী ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার।
দন্ডপ্রাপ্ত আমিন এন্ট্রারপ্রাইজের ব্যবস্থাপক ইয়াসিন হোসেন বাবু (৩২) বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা স্ট্যান্ড বাজারের আমির এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগী জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম কৌশলে সটকে পরে। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইয়াসিন হোসেন বাবুকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আমিন এন্ট্রারপ্রাইজের ব্যবস্থাপক ইয়াসিন হোসেন বাবু মরা মুরগী বিক্রির কথা স্বীকার বলেন, এসব মুরগী যারা বিড়াল পালন করে তাদের কাছে বিক্রি করি।
এসময় সাভার থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।