মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৬:২৮ পূর্বাহ্ণ

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জেরে দুই পক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জেরে দুই পক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি’র দুই  পক্ষের মধ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গুলিবিদ্ধসহ দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার  করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেলে সাড়ে তিনটার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করে পুলিশ।
পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত কাপ্তান (১৬) হবিগঞ্জ জেলার মো. ডালিমের ছেলে । সে জাগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করতো। মাথায় ইটের আঘাতে আহত পথচারী শেখ আবু জাফর (৫০) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে ।
নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক ও অপারেশন হারুন অর রশিদ বলেন, বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে পিঠে গুলি বৃদ্ধ কাপ্তান ও মাথায় ইটের আঘাতে আহত আবু জাফরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আবু জাফরকে ছেড়ে দেওয়া হয় এবং গুলিবিদ্ধ কাপ্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট বিএনপি নেতা মোঃ বকুল ভূইয়ার লোকজন ট্রাকে করে বের করে নেওয়ার সময় অপরপক্ষ আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শরীফ চৌধুরীর কর্মী সমর্থকরা ছিনিয়ে নেয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে কাপ্তান নামের এক কিশোর গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়।
বকুল ভুইয়া ঢাকা মহানগর উত্তরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারন সম্পাদক দাবী করলেও তার ছেলে রনি ভুইয়া স্থানীয় যুবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে ।
এদিকে এই সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ছড়িয়ে পরেছে । সেখানে পিস্তল ও গুলি ছোড়ার দৃশ‍্য দেখা গেছে ।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো হবে।
বকুল ভুইয়া বলেন, প্রিতী গ্রুপের সাথে চুক্তির মাধ‍্যমে দীর্ঘদিন যাবৎ ঝুট ব‍্যবসা করছি । দুপুরে ঝুট ভর্তি ট্রাক নিয়ে গুদামে যাওয়ার পথে জামগড়া এলাকায় শরিফুল নেতৃত্বে সন্ত্রীসী বাপ্পীসহ ২০/৩০ জনের সশস্ত্র বাহিনী নিয়ে মালামাল ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার জন‍্য অতর্কিত হামলা চালায় । সন্ত্রাসী বাপ্পীর নিজ হাতের অস্ত্রের গুলিতে তার কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।
অভিযোগের বিষয়ে জানতে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শরীফ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক জানায়, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে  রয়েছে। এবিষয়ে পরবর্তীতে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *