মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৬:৪১ পূর্বাহ্ণ

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ফের অস্বাভাবিক মৃত্যু হলিউডে। এ বার ‘বেওয়াচ’ এবং ‘নাইট রাইডার’ খ্যাত পামেলা বাখের মৃত্যুর খবর জানা গেলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৬২ বছরের অভিনেত্রী আত্মঘাতী হয়ে থাকতে পারেন। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের দেওয়া বিবৃতি সে কথাই বলছে।
পুলিশ জানিয়েছে, নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রীর দেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। টিভি সিরিজ় ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তারা এই সিরিজ়ে প্রথম পর্দাভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করেন তারা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন যুগল। বিবাহবিচ্ছেদের আগে পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ় ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন।
প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ডেভিড। সমাজমাধ্যমে লিখেছেন পামেলার মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত। এখনও বিষয়টি মেনে নিতে পারছি না। অনুরাগীদের উদ্দেশ্যে তাই আন্তরিক অনুরোধ, আমাদের পাশে থাকুন। অযথা কৌতূহলী হয়ে আমাদের ব্যক্তিগত জীবন আরও বিপর্যস্ত করে তুলবেন না। ডেভিড-পামেলার দুই কন্যা সন্তান।
বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফ সমাজমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন। মা-বাবার পুরনো ছবি ভাগ করেছেন তিনি। উল্লেখ্য, ২০২৫-এর শুরুতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছিলেন পামেলা। সেই সময় তিনি জানিয়েছিলেন, তার নাতনি লন্ডনে বড় হচ্ছে। নাতনির হাসিমুখ তার বেঁচে থাকার রশদ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এটিই নাকি তার শেষ পোস্ট ছিলো।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *