মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৫:৪০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

অনলাইন ডেস্ক : হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার।

সৌদি গেজেট জানিয়েছে, শনিবার সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করেছে।

রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। শনিবার সৌদি আরবের মুসলমানরা ২৯ রোজা পূর্ণ করবেন এবং রোববার ঈদের নামাজ পড়বেন।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

বাংলাদেশে রোজার ঈদের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ কমিটি রোজার ঈদের দিন ঘোষণা করবে।

কবে থেকে রোজা শুরু ও ঈদের দিন ঘোষণা হবে তা সাধারণত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই চাঁদ দেখা সাপেক্ষে ঠিক করে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে মুসলমানরা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকেন। শাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়ে রমজানের সমাপ্তি ঘটে।

এবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, বাহরাইনের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়াতেও একই দিনে রোজা শুরু হয়েছিল। এর পর দিন বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্স, মালয়েশিয়া ও ব্রুনেইসহ অন্যান্য দেশে রোজা শুরু হয়।

খালিজ টাইমস লিখেছে, এবার সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত,কুয়েত, বাহরাইন ও ইয়েমেন একই দিনে ঈদ উদযাপন করবে। এক দিন পর অস্ট্রেলিয়া, ওমান, জর্ডান, সিরিয়া, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও ব্রুনেই ঈদ উদযাপন করবে।

শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *