মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫. ৬:৪৫ পূর্বাহ্ণ

চূড়ান্ত হলো ভারত-বাংলাদেশ ম্যাচের ভেন্যু

চূড়ান্ত হলো ভারত-বাংলাদেশ ম্যাচের ভেন্যু

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাছাইয়ের ম্যাচ হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভেন্যু চূড়ান্তর বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ আগামী ২৫শে মার্চ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচেই অভিষেক ঘটবে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর। চলতি মাসের ২৮ তারিখ শুরু হবে বাংলাদেশের অনুশীলন। পয়লা দিন থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে অনুশীলনে পাবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৯৮০ সালে কেবল একবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের বাছাই পর্বে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের গ্রুপে বাংলাদেশ পড়েছে। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবেন জামাল ভুঁইয়ারা।

শিলংয়ের এ স্টেডিয়ামে ফিফা স্বীকৃত কোনও আন্তর্জাতিক ম্যাচ এখনও হয়নি। এ কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুমোদন প্রয়োজন ছিল। এএফসি স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করে অনুমতি দেয়ায় প্রথম ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *