1. selimsavar@gmail.com : khobar desk :

টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে সাতে ঠেলে চারে শ্রীলঙ্কা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৭ বার পড়েছেন
ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে দুর্দান্ত জয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা।

বুধবার শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারানো লঙ্কানরা দ্বিতীয় ম্যাচে জেতে ১৯২ রানে। এতে তারা টপকে গেছে পাকিস্তানকেও। অন্যদিকে চার নম্বর অবস্থান থেকে সাতে নেমে গেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এ নিয়ে খেলেছে চারটি ম্যাচ, হার তিনটিতেই। আগের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর পরের ম্যাচে হেরেছিল দল। বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে ৪ ম্যাচ। জয় দুটিতে, হার দুটিতে। তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ৫ ম্যাচে পাকিস্তানের জয় ২টিতে, হার ৩টিতে। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০।

তালিকার শীর্ষ তিন দল যথাক্রমে ভারত (৬৮.৫১), অস্ট্রেলিয়া (৬২.৫০) ও নিউজিল্যান্ড (৫০.০০)।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :